প্রকাশিত: Sun, Mar 19, 2023 2:36 PM
আপডেট: Sun, Jan 25, 2026 6:13 PM

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশ আজ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে

সাঈদুর রহমান: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে আজ দুপুর ২টায় আইরিশদের মোকাবিলা করবে টাইগাররা। ইংল্যান্ড সিরিজের আগে দ্বিতীয় দফায় হেড কোচের দায়িত্ব নিয়ে হাথুরুসিংহে দলে যোগ দিয়েছেন। ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে প্রশংসায় ভেসেছেন এই লঙ্কান কোচ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআইতে ১৮৩ রানের জয়েও অবদান রয়েছে তার। দলগত পারফরম্যান্সে কিভাবে ভালো করা যায় টাইগারদের শিখিয়েছেন হাথুরু। এক ম্যাচ হাতে রেখেই আজ আইরিশদের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে চান তিনি। এদিকে নিজের পরফরম্যান্সে নিয়ে হতাশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যর্থ হন তিনি। এরপর আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে তিন রান করে আউট হয়েছেন তামিম। ঘরের মাঠে শেষ চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৭১ রান। সম্পাদনা: সালেহ্ বিপ্লব